Tuesday, July 1, 2025
HomeScrollingমেসিকে মায়ামির জার্সিতে দেখে যা বললেন লাপোর্তা

মেসিকে মায়ামির জার্সিতে দেখে যা বললেন লাপোর্তা

অনলাইন ডেস্ক।।

পিএসজি ও বার্সেলোনা অধ্যায় পেছনে ফেলে লিওনেল মেসি এখন আমেরিকান লিগ সকারের (এমএলএস) সম্পদ। ইতোমধ্যে ইন্টার মায়ামির জার্সিতে তার শুরুটাও হয়েছে দুর্দান্ত। অভিষেক ম্যাচের শেষদিকে নেমে ফ্রি-কিক গোলে দলকে জয় এনে দেন মেসি। ক্লাবটির জন্য যা ছিল হালে পানি পাওয়ার মতো, কারণ এর আগে মায়ামি টানা ১১ ম্যাচে হেরেছিল। দ্বিতীয় ম্যাচে জোড়া গোলের পাশাপাশি আর্জেন্টাইন মহাতারকা একটি অ্যাসিস্টও করেছেন। এদিকে, মায়ামির জার্সিতে মেসিকে প্রথম দেখে ‌‘অদ্ভুত’ লেগেছে বার্সেলোনা সভাপতির।

কাতালান ক্লাবটির প্রধান হুয়ান লাপোর্তার কাছে তাকে ভিন্ন ক্লাবের জার্সিতে দেখা অনাকাঙ্ক্ষিতই বটে। আর্থিক সঙ্কটের মুখেও বার্সা বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ককে পুনরায় তাদের ডেরায় নিতে চেয়েছিল। কিন্তু চুক্তি নিয়ে অনিশ্চয়তা ও বাড়তি চাপ এড়িয়ে মেসি নাম লিখিয়েছেন ডেভিড বেকহামের দল মায়ামিতে। সাবেক এই পিএসজি তারকা সেখানে চাপমুক্ত হয়ে দারুণ ফলও পাচ্ছেন। তুমুল উন্মাদনায় ভাসা দর্শকদের উপহার দিয়েছেন ফুটবলীয় নৈপুণ্য এবং তলানিতে থাকা মায়ামির জন্য জাগিয়েছেন নতুন আশা!

একই সময়ে প্রাক-মৌসুম সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বার্সেলোনা। স্কোয়াডের অধিকাংশ খেলোয়াড়ের ভাইরাস জ্বরের কারণে তারা জুভেন্তাসের বিপক্ষে প্রথম ম্যাচ বাতিল করেছিল। দ্বিতীয় ম্যাচে বৃহস্পতিবার তারা মুখোমুখি হয় আর্সেনালের। তবে ইংলিশ জায়ান্টদের বিপক্ষে ৫-৩ গোলে হেরে যায় বার্সা। সেখানেই ইএসপিএনের সঙ্গে কথা বলেছেন ক্লাবটির সভাপতি লাপোর্তা।

মেসির প্রসঙ্গ উঠতেই তিনি বলেন, ‘(মায়ামির জার্সিতে মেসিকে দেখা) এটা অনেকটা অদ্ভুত অনুভূতি। তাকে আমরা বার্সেলোনার হয়েই চিনি। আমার মনে হয়, বেশির ভাগ সমর্থকও তাকে সেভাবেই দেখে, কারণ তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় বার্সাতেই কেটেছে। তবে আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি ও তাকে শুভ কামনা জানাই। আমাদের ফুটবলারদের জন্য সবসময় সেরাটাই চাই আমরা।’

একইসঙ্গে বার্সার মতো মায়ামিতেও মেসি ভালো থাকবেন বলে লাপোর্তার আশা, ‘সে বার্সেলোনায় এসেছিল ছেলেবেলায়, ১৪ বছর বয়সে, যেখানে সে ২০ বছর কাটিয়েছে। আশা করি মায়ামিতেও সে খুব খুশি থাকবে। তবে মায়ামিতে ব্যাপারটি ভিন্ন। তার জন্য এই লিগ নতুন, ক্রমে উন্নতি করছে এই লিগ এবং মেসি তাদেরকে আরও এগিয়ে যেতে সহায়তা করতে পারে। এছাড়া সার্জিও বুসকেটস ও জর্দি আলবা আছে, লুইস সুয়ারেজও আসতে পারে। যুক্তরাষ্ট্রের সমর্থকদের জন্য এটা হবে খুবই আকর্ষণীয়। এজন্যই সে মায়ামিকে বেছে নিয়েছে।’

বার্সেলোনায় দুই দশকের অবিশ্বাস্য অধ্যায়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, ১১টি লা লিগাসহ অনেক অনেক ট্রফি জিতেছেন মেসি। তার অসংখ্য কীর্তিতে অংশীদার হতে আবারও কাতালান শিবিরে আনার জন্য নিজেদের প্রচেষ্টার কথাও মনে করিয়ে দিলেন লাপোর্তা, ‘চুক্তির জন্য আমরা খুব কাছাকাছি ছিলাম। ক্লাবের ‘ফিনান্সিয়াল ফেয়ার প্লে’ পরিস্থিতি একটু সামলানোর প্রয়োজন ছিল আমাদের, এজন্য সময় প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত লা লিগার সঙ্গে আমরা একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হয়েছিলাম, যেটায় তাকে আমরা স্কোয়াডে যোগ করতে পারি। তবে এটা ঠিক যে এখানে ফিরলে তাকে আগের নায়ক হয়েই ফিরতে হত। যা সে চায়নি, প্যারিস থেকে লিও এমন পরিস্থিতির মধ্য দিয়ে এসেছে, যেখানে তাকে প্রচণ্ড চাপের মধ্যে থাকতে হয়েছে।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments