মাদারীপুর প্রতিনিধি।
ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ার অভিযোগে মাদারীপুরে তিনটি বেসরকারি হাসপাতাল মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) দুপুরের জেলা শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
সরকারি তথ্য মতে ডেঙ্গু পরিক্ষা ফি সরকারিভাবে ৩০০ টাকা করে নির্ধারণ করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানে সরকারি নির্ধারিত ফি এর চেয়ে ২০০ টাকা করে বেশি ফি আদায় করছে এই তিনটি প্রাইভেট হাসপাতাল। ডেঙ্গুর এনএসআই ও আইজিজি এন্ড আইজিএম ফি ৩০০ টাকা
সিবিসি ৪০০ টাকা, সরকারিভাবে ফি নির্ধারণ করা হলেও কিছু হাসপাতালে এর বেশি আদায় করছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস জানান, বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়া হচ্ছে -এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় বেসরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার সরকার নির্ধারিত ফি ৩০০ টাকার পরিবর্তে ৫০০ নেওয়ার সত্যতা পাওয়া যায়।
পরে কলেজ রোড এলাকার ‘নুর জাহান সেলিম নিরাময় হাসপাতাল’কে ২০ হাজার টাকা, ‘প্লানেট হাসপাতাল’কে ১০ হাজার ও ‘ইসলামী ব্যাংক এ আর হাওলাদার কমিউনিটি হাসপাতাল’কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তার স্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান প্রায়ই পরিচালনা করা হবে।
LN24BD