Tuesday, July 1, 2025
Homeখেলাধুলামাদারীপুর কিশোরদের রাত্রিকালিন ফুটবল খেলা

মাদারীপুর কিশোরদের রাত্রিকালিন ফুটবল খেলা

মোঃ হাফিজুল শরিফ, মাদারীপুর।।

ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্ত থেকে দুরে রাখতে ঈদ পরবর্তী আনন্দ দিতে রাত্রিকালিন ফুটবল খেলার আয়োজন করেছে পূর্ব গাছবাড়িয়া প্রভাতি সংঘ। গতকাল রাতে মাদারীপুর সদর উপজেলার পূর্ব গাছবাড়ীয়া বটতলা ঈদগাঁ মাঠে এলাকার ছোটবড় হাজারো দর্শক প্রাণবন্ত খেলাটি উপভোগ করে। খেলায় লাল বাংলা দলকে হারিয়ে সবুজ বাংলা দল বিজয়ী হয়। বিজয়ী সবুজ বাংলাকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উজ্জীবিত করতে ট্রফি সাথে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

খেলাটি ১৬ জন খেলোয়াড় অংশগ্রহণ করে, তাদের সকলের বয়স ১০-১৪ বছর।

পূর্ব গাছবাড়ীয়া প্রভাতী সংঘের সভাপতি রাশেদুল ইসলাম পরিচালনায় খেলায় সহযোগিতা করেন আরিফুল ইসলাম শফিক, প্রবাসী মোঃ রকিব মাতুব্বরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments