সেই ইউপি চেয়ারম্যানকে প্রধান করে থানায় মামলা
মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর ॥
সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছেন নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম।
শনিবার বেলা সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যান বাবুকে প্রধান করে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২৫ জনের নামে আসামি করে হত্যা মামলার দায়ের করেন।
মামলার বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘নিহত সাংবাদিকের স্ত্রী মনিরা বেগম ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন।
জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ বলেন, ‘থানায় মামলা দায়ের হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয় ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে। এখন পর্যন্ত ১০জন আটক রয়েছে।
উল্লেখ্য, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি মোড়ে হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর হামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শুক্রবার (১৬ জুন) বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগম ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন তালুকদার বাবুল স্বাক্ষরিত একপত্রে সংগঠনের ভাবমূর্তি চরমভাবে ক্ষুন্ন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে অভিযুক্ত সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুকে তার পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
LN24BD