রাজধানীর বঙ্গবাজারের আগুনের খবর জানতে পেরে প্রস্তুত রাখা হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। তাৎক্ষণিকভাবে সেবা দিতে বাড়ানো হয়েছে জনবল। রোগী আসা মাত্রই ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানান, সকালে সংবাদ শোনার পর পর আমরা হাসপাতালে ছুটে আসি। পাশাপাশি আমাদের স্টাফদের সংবাদ দিয়েছি। যাদের ডিউটি নেই তাদেরও এনে রেখেছি। আমরা আমাদের সব প্রস্তুতি নিয়ে রেখেছি।
এদিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রি. জেনারেল নাজমুল হক বলেন, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে আমাদের জনবল এনে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। তিনি আরও জানান, এখন পর্যন্ত বঙ্গবাজার থেকে কোনো রোগী আসেনি।