Saturday, May 18, 2024
HomeScrollingশিবচরের পদ্মায় প্রত্যন্ত চরাঞ্চলের অভিযানে ২টি ইলিশ বিক্রির আস্তানা ধ্বংস

শিবচরের পদ্মায় প্রত্যন্ত চরাঞ্চলের অভিযানে ২টি ইলিশ বিক্রির আস্তানা ধ্বংস

মাদারীপুর প্রতিনিধি।।
মা ইলিশ রক্ষায় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত মাদারীপুরের শিবচরের পদ্মা নদী ও চরাঞ্চলে জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করেছে। এসময় প্রত্যন্ত চরাঞ্চলের কাশবনের মাঝে গড়ে উঠা ২টি ইলিশ বিক্রির আস্তানা ধ্বংস করা হয়েছে। এ দুটি আস্তানার প্রায় ২৫টি অস্থায়ী স্থাপনা(দোকান ও বসতের স্থান) উচ্ছেদ করা হয়েছে। চরের ওই সকল স্থাপনা থেকে প্রায় ৩ মন মা ইলিশ উদ্ধার করা হয় ও এক জেলেকে আটক করা হয়। এসময় লক্ষাধিক মিটার অবৈধ জাল ধ্বংস করা হয় ও ৫টি মাছ ধরা নৌকা আটক করা হয়। অভিযানে জেলা প্রশাসক ড.রহিমা খাতুন, পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, .অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, উপজেলা চেয়ারম্যান আঃ লতিফ মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাজিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা , ওসি মোঃ মিরাজ হোসেন, ভাইস চেয়ারম্যান ফাহিমা আক্তারসহ র‌্যাব, কোস্টগার্ডসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
মাদারীপুর জেলা প্রশাসক ড.রহিমা খাতুন বলেন, ৩ শিফ্ট ভাগ করে পদ্মা নদীতে অভিযান চলছে। ধারাবাহিকভাবে অভিযান আরো বাড়বে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments