Wednesday, July 2, 2025
Homeবিনোদনথামছেই না 'লাইগার' ঝড়, নতুন গানে সোশাল মিডিয়া তোলপাড়

থামছেই না ‘লাইগার’ ঝড়, নতুন গানে সোশাল মিডিয়া তোলপাড়

অনলাইন ডেস্ক।

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা পা রাখছেন বলিউডে। মুক্তির অপেক্ষায় ‘লাইগার’। সিংহ (লায়ন) ও টাইগারের (বাঘ) হাইব্রিড লাইগার। মূলত এক বক্সারের জীবনযুদ্ধের গল্পই উঠে আসবে এই ছবিতে। দেবেরাকোন্ডার সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন অনন্যা পাণ্ডে। পাশাপাশি মায়ের চরিত্রে রাম্যা কৃষ্ণনও নজর কেড়েছেন।

ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পরেই ঝড় তুলে ওঠ সোশাল মিডিয়ায়। গত এক মাসে ছবিটির বেশ কয়েকটি গান ইউটিউবে মুক্তি পায়। ‘আকড়ি পাকড়ি’, ‘ওয়াট লাগা দেঙ্গে’, ‘আফাত’ এর মধ্যেই মন জয় করেছে।

এবার এলো লাইগারের নতুন গান ‘কোকা টু পয়েন্ট জিরো’। মুক্তির তিন ঘণ্টার মধ্যে প্রায় ৩ লাখের বেশি ভিউ পেয়েছে জনপ্রিয় ‘কোকা’ গানের রিমিক্স। আপবিট এই গানে দেবেরাকোন্ডা-অনন্যা কোমর দুলিয়েছেন পাঞ্জাবি বিটসে। দেবেরাকোন্ডার পাগড়ি পরা ট্র্যাডিশনাল লুকসের সঙ্গে মানানসই অনন্যার পোশাকও।

‘কোকা টু পয়েন্ট জিরো’ গানটি গেয়েছেন সুখি ও লিসা মিশ্র। সুরকার জানি, লিজো জর্ড ও ডিজে চেতাস। যদিও মূল গানটি প্রায় একই রেখে সাউন্ড মাস্টারিং করা হয়েছে। ফলে গানটি ‘কোকা’র মতোই শোনাচ্ছে প্রায়।

এখন দেখার, দেবেরাকোন্ডার বলিউড অভিষেক স্মরণীয় হয়ে থাকে কি-না। দেবেরাকোন্ডার অনুগামীরাও ছবির মুক্তির দিন গুনছেন। সূত্র : ২৪ ঘণ্টা

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments