Tuesday, May 14, 2024
HomeScrollingদেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়েছে ৫.৭৬ শতাংশ

দেশে ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়েছে ৫.৭৬ শতাংশ

অনলাইন ডেস্ক।

দেশে গত ২৪ ঘণ্টায় ৩৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার বেড়েছে ৫ দশমিক ৭৬ শতাংশ।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ৩ দশমিক ৮৮ শতাংশ এবং ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৫৪ হাজার ৯৯৪ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৩১ জন।

গত ২৪ ঘণ্টায় ৬ হাজার ২০০টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৭৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১৪ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫ হাজার ৬১৮ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ৪৭ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৯ শতাংশ।

গত ৩০ মে করোনায় ১ জনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এর আগে ২৩ মে করোনায় ২ জনের মৃত্যু হয়েছিল।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments