Sunday, May 19, 2024
HomeScrollingপ্রধানমন্ত্রীর ঈদ উপহার-মাদারীপুর নতুন করে ঘরসহ জমি পেল ৩৭ পরিবার

প্রধানমন্ত্রীর ঈদ উপহার-মাদারীপুর নতুন করে ঘরসহ জমি পেল ৩৭ পরিবার

মাদারীপুর প্রতিনিধি
মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায় ভূমিহীন ও গৃহহীন ৩৭ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে একযোগে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর ও জমির দলিল হস্তান্তরের উদ্বোধন করেন।
মাদারীপুর জেলা ও উপজেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে জেলা সকল অফিসের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক ড.রহিমা খাতুন জানান, বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল জেলায় ভূমিহীন ও গৃহহীনদের জমি ও গৃহ প্রদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে মাদারীপুরে তৃতীয় পর্যায়ে ১৯৬টি ঘর পাচ্ছেন ভূমিহীন ও গৃহহীন পরিবার। আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে সরকারি খাস জমিতে তাদের জন্য আধাপাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে।
১৯৬ টি ঘরের মধ্যে ১৫৯ টি ঘর নির্মাণ সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৩৭টি পরিবার কে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে, এতে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য দুই রুম বিশিষ্ট রান্নাঘর ও বাথরুমের জন্য বরাদ্দ রয়েছে ২ লাখ ৪০ হাজার টাকা। এরআগে প্রথম পর্যায় ও দ্বিতীয় পর্যায়ে ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হয়।

 

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments