রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আশ্বাসে রানিং স্টাফদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর ঢাকার থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সিলেটগামী পারাবত এক্সপ্রেস বুধবার দুপুর ১টা ৩৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাওয়ার মধ্য দিয়ে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা বিভাগ) খায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
বেতন-ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় সারা দেশে ধর্মঘটের ডাক দেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা (ট্রেনের চালক, সহকারী চালক, গার্ড ও টিকিট পরিদর্শক- টিটি)। এতে বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রাজধানীর কমলাপুর রেলস্টেশনসহ সারা দেশের অন্যান্য স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে না যাওয়ায় ভোগান্তিতে পড়েন রেলের যাত্রীরা।