Monday, May 13, 2024
HomeScrollingপিএসজির জন্য ইতিহাস তৈরি করতে চান নেইমার

পিএসজির জন্য ইতিহাস তৈরি করতে চান নেইমার

অনলাইন ডেস্ক।।

প্রথম লেগের পুরোটা সময় খেলতে পারেননি ইনজুরির কারণে। এবার থাকবেন শুরু থেকে। নেইমার জুনিয়র তাই রিয়াল মাদ্রিদের বিপক্ষে দলকে সাহায্য করতে মরিয়া। বন্ধু লিওনেল মেসিকে নিয়ে ইতিহাস তৈরি করতে চান তিনি, জানিয়েছেন তাদের জন্য ম্যাচটা বিশেষ।

রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনায় ৪ মৌসুম কাটিয়ে এসেছেন, জিতেছেন ৮ শিরোপা। এর মধ্যে ২০১৪-১৫তে চ্যাম্পিয়ন্স লিগ জয়ও আছে। আর মেসি তো খেলোয়াড়ি জীবনের প্রায় পুরোটাই কাটিয়েছেন বার্সেলোনায়। অনেকবার মাদ্রিদের বিষাদের কারণ হয়েছেন। এজন্য তাদের জন্য ম্যাচটা বিশেষ বলছেন নেইমার।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে মাঠে নামার আগে তিনি বলেছেন, ‘এটা আমার ও মেসির জন্য বিশেষ ম্যাচ কারণ আমরা বার্সার হয়ে খেলেছি। আমরা অনুপ্রাণিত। মাদ্রিদের বিপক্ষে ভালো খেলতে চাই আর পিএসজির জন্য রচনা করতে চাই ইতিহাস।’নিজের শারিরীক অবস্থা জানিয়ে ব্রাজিলিয়ান তারকা বলেছেন, ‘আমি পিএসজিকে সাহায্য করতে ভালো বোধ করছি। আমরা মাদ্রিদের বিপক্ষে ম্যাচটার জন্য তৈরি। আমাদের সামনে মানসম্পন্ন খেলোয়াড়দের নিয়ে অনেক শক্তিশালী দল আছে। কিন্তু আমরা আড়াল হবো না। ম্যাচটা জেতার জন্য সবকিছু করব।’

কিলিয়ান এমবাপের শেষদিকের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে আছে পিএসজি। কিন্তু এ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে তিনবার প্রথম লেগে এগিয়ে থেকেও বাদ পড়েছে ক্লাবটি। মাদ্রিদের মাঠে পাঁচবার মুখোমুখি হয়ে তারা জিতেছে একবার। তবে এবারের ফাইনাল সেন্ট পিটার্সবার্গ থেকে সরিয়ে নিয়ে আসা হয়েছে প্যারিসে।

ফাইনাল খেলতে তাই বাড়তি মরিয়া পিএসজি। নেইমার বলেছেন, ‘প্যারিসে ফাইনাল হওয়াটা আমাদের জন্য অবিশ্বাস্য। এটা আমাদের ফাইনালে যেতে আরও বেশি উদ্বদ্ধ করছে, সবসময়ের চেয়ে বেশি। কিন্তু আমাদের মাদ্রিদের বিপক্ষে ম্যাচটা দিয়ে শুরু করতে হবে। আমরা অনেকদিন ধরে কাজ করে যাচ্ছি আর কালকের ম্যাচটা লক্ষ্যের পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার।’

‘এটা পিএসজি ও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ, যেটা সবসময় ৫০-৫০। এখানে কোনো ফেভারিট নেই যেহেতু দুই দলই শক্তিশালী। আমাদের একটা সুবিধা আছে প্রথম লেগে ১-০ গোলে জেতায়। কিন্তু আমাদের জেতার ব্যাপারে ভাবতে হবে ও আরও ভালো খেলতে হবে।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments