রবিউল ইসলাম রবি, শিবগঞ্জ (বগুড়া)।।
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল বাকীর প্রার্থীতা আপিল শুনানিতে বৈধ ঘোষণা করা হয়েছে।
গত বৃহস্পতিবার দুপুরে আপিল শুনানী শেষে এ আদেশ দেন বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বগুড়া ও রিটার্নিং অফিসার সৈয়দ আবু সাঈদ।
এতে করে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচন করতে আব্দুল বাকীর আর বাঁধা রইলো না।
জানতে চাইলে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল বাকী গণমাধ্যমকে বলেন, আপিলে আমার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। শিবগঞ্জের সকল শ্রেণী পেশার মানুষের জীবনমান উন্নয়নের জন্য সকলের দোয়া ও ভোট চাই। আমি নির্বাচিত হলে জনগনের কল্যাণে সার্বক্ষণিক কাজ করে যাবো।
LN24BD