Friday, May 17, 2024
HomeScrollingআনন্দ উৎসব মূখর পরিবেশে লায়ন্স ক্লাব অব দিনাজপুরে ৪৫ তম অভিষেক অনুষ্ঠিত

আনন্দ উৎসব মূখর পরিবেশে লায়ন্স ক্লাব অব দিনাজপুরে ৪৫ তম অভিষেক অনুষ্ঠিত

মোঃ নূর ইসলাম নয়ন।।

আনন্দ উৎসব মূখর পরিবেশে লায়ন্স ক্লাব অব দিনাজপুরে
৪৫ তম অভিষেক অনুষ্ঠান ও দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গত শনিবার দিনাজপুর পর্যটন
মিলনায়তনে লায়ন্স ক্লাব অব দিনাজপুরে প্রেসিডেন্ট লায়ন আলহাজ্ব মোকার্রম হোসেন
খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা গর্ভনর, জেলা-৩১৫, এ-২ লায়ন
জালাল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা গর্ভনর লায়ন কামরুন
নাহারা। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং ভাইস জেলা গর্ভনর লায়ন ইঞ্জিঃ আব্দুল
ওয়াহাব, দ্বিতীয় ভাইস জেলা গর্ভনর লায়ন ড. মোঃ বশির উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন রিজিয়ন
চেয়ারপারসন লায়ন এ্যাডঃ এম, এ মজিদ। আনুগত্যের শপথ পাঠ করান নব-নিবার্চিত ক্লাব
সেক্রেটারী লায়ন ইঞ্জিঃ আমজাদ হোসেন। দ্বিতীয় পর্বে নব-নিবার্চিত ক্লাব
প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান মুন্নার সভাপতিত্বে ক্লাবের নতুন ৩ সদস্য ডাঃ
মশিউর রহমান, হাবিবুর রহমান, আব্দুল্লাহ আল কাফিকে লায়ন্স পিন পরিয়ে বরণ করেন প্রধান
অতিথি লায়ন জালাল আহম্মেদ। এ পর্বে বিদায় প্রেসিডেন্ট আলহাজ্ব মোকারম হোসেন
খান নব-নিবার্চিত প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান মুন্নার হাতে গং গেবল দিয়ে
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের সুচনা করেন প্রধান অতিথি। সঞ্চালকের দায়িত্ব পালন করেন
ক্লাবের এও আব্দুস সবুর সরকার। সভার শুরুতে শিশু নিকেতনের নিবাসী মেয়েদের মনোজ্ঞ
নৃত্যের মাধ্যমে অতিথিদের বরণ করা হয়। প্রধান অতিথি বলেন, এবারের স্লোগান দেয়া হয়েছে
“ভালবাসী দেশেকে, সেবা করি মানুষকে”। দেশের সেবার মধ্যে দিয়ে আমাদেরকে মানবতার
সেবা করতে হবে। নব-নিবার্চিত ক্লাব প্রেসিডেন্ট মিজানুর রহমান মুন্না বলেন,
সকলের সহযোগিতায় ক্লাবকে একটি মডেল ক্লাব হিসেবে গড়ে তুলতে চাই।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments