Wednesday, July 2, 2025
Homeজামালপুরজামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

জামালপুর সংবাদদাতা।। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি। শুক্রবার বাদ জুম্মা স্টেশন বাজার মোড় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, সরকার জুলুম-নির্যাতন করে বিএনপিকে ধ্বংস করে দিতে চাচ্ছে। বিএনপি অনেক বড় দল, যতই জুলুম-নির্যাতন করা হোকনা কেন বিএনপিকে ধ্বংস করা যাবে না বরং বিএনপি আরও শক্তিশালী হয়ে উঠবে।
১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভার প্রসঙ্গে তিনি বলেন, প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা দলীয় কার্যালয়ের সামনে করতে দেওয়া হয়নি। পরবর্তীতে একটি কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কিন্তু সেখানেও পুলিশ নেতাকর্মীদের উপর লাঠিচার্জ ও ৮জন নেতাকর্মীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির দাবি জানান। অন্যথায় আগামী দিনে কঠোর কর্মসূচির মাধ্যমে তাদের জেল থেকে মুক্ত করা হবে। তিনি আগামী দিনের আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহবান জানান। জেলা বিএনপির দপ্তর সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সদস্য সচিব শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ ও জেলা মৎস্যজীবী দলের সভাপতি আব্দুল হালিমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments