Saturday, May 18, 2024
HomeScrollingবিমানবন্দরে আইএসের হামলার ‘উচ্চ ঝুঁকি’

বিমানবন্দরে আইএসের হামলার ‘উচ্চ ঝুঁকি’

অনলাইন ডেস্ক।।

কাবুল বিমানবন্দরে ইসলামিক স্টেট-খোরাসান (আইএস-কে) জঙ্গিগোষ্ঠীর হামলার ‘উচ্চ ঝুঁকির’ বিষয়ে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা।

এ জন্য বিমানবন্দর এলাকা এবং ভিড় এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সম্ভাব্য হামলা বিষয়ে সতর্ক করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যারা আবে গেইট, পূর্ব গেইট কিংবা উত্তর গেইটে অবস্থান করছেন, তাদের উচিত এখনই ওই এলাকা ত্যাগ করা।’

মার্কিন গোয়েন্দাদের আশঙ্কা, যেহেতু আইএসের সঙ্গে তালেবানের মতবিরোধ রয়েছে, তাই এই সুযোগে আইএস সদস্যরা হামলা চালাতে পারে। তাছাড়া আফগানিস্তানে আইএসের প্রচুর ‘স্লিপার সেল’ রয়েছে যা হামলার আশঙ্কাকে বাড়িয়ে দিয়েছে।

একই আশঙ্কা প্রকাশ করেছে তালেবানের এক মুখপাত্রও। তিনি বলেন, ‘সাধারণ মানুষ, সংবাদমাধ্যমের ওপর হামলা চালিয়ে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা চলছে বলে বেশ কয়েকটি রিপোর্ট হাতে পেয়েছি আমরা।’

বিমানবন্দর এবং এর কাছাকাছি এলাকায় তাই ভিড় না জমানোর আহ্বান জানিয়েছেন তালেবানের ওই মুখপাত্র।

পরিস্থিতির বিবেচনায় এক বিবৃতিতে কাবুলে যুক্তরাষ্ট্রের দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘নাগরিকদের নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরের বাইরে থেকে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যতক্ষণ না সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশ আসে, ততক্ষণ ওই এলাকা এড়িয়ে যাওয়াই ভালো।’

উল্লেখ্য, তালেবান কাবুল দখল করার আগে গত এপ্রিলেও সংখ্যালঘু এলাকায় হামলা চালায় আইএস জঙ্গিগোষ্ঠী। এর আগে ২০১৬ সালেও কাবুলে আত্মঘাতী হামলা চালিয়েছিল আইএস।

এই জঙ্গিগোষ্ঠী তালেবানকে তাদের শত্রু বলে মনে করে। তালেবানও আশঙ্কা প্রকাশ করেছে, তাদের ওপর দায় চাপাতে অন্য কোনো গোষ্ঠী এই পরিস্থিতির সুযোগে হামলা চালাতে পারে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments