Wednesday, July 2, 2025
HomeScrollingআফগানিস্তান থেকে ৭ হাজারের বেশি লোককে কাতারে সরিয়ে আনা হয়েছে

আফগানিস্তান থেকে ৭ হাজারের বেশি লোককে কাতারে সরিয়ে আনা হয়েছে

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তান থেকে ৭ হাজারের বেশি লোককে কাতারে সরিয়ে আনা হয়েছে। উপসাগরীয় দেশটির এক কর্মকর্তা শনিবার এ কথা জানান। খবর এএফপি।

গত রবিবার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। এরপর থেকে বিভিন্ন দেশের বিশৃঙ্খল উদ্ধার অভিযানে হাজার হাজার লোক হুড়োহুড়ি করে কাবুল ত্যাগ করেছেন।

পশ্চিমা দেশগুলোর নাগরিকদের পাশাপাশি আফগান দোভাষী, সাংবাদিক ও অন্যান্যদের কাবুল থেকে সরিয়ে আনার ফ্লাইট পরিচালনার জন্য নিকটবর্তী কাতার ও সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কাতারের এক কর্মকর্তা বলেন, “আন্তর্জাতিক প্রত্যাহার অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত আফগানিস্তান থেকে ৭ হাজারের বেশি লোককে কাতারে সরিয়ে আনা হয়েছে।”

ওই কর্মকর্তা বলেন, “এনজিও, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থার অনুরোধে আমরা শত শত আফগান কর্মচারী ও তাদের পরিবারসহ সারা দেশের ছাত্রীদের সরিয়ে নিয়ে যাই।”

আরও বলেন, এ ছাড়া যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ও অন্যান্য দেশ তাদের নাগরিকদের সরিয়ে আনছে, আমাদের এই স্থানান্তরের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, কাতারের বিমান ঘাঁটিতে সরিয়ে আনা লোকদের ভিড়ের কারণে শুক্রবার প্রায় সাত ঘণ্টা ধরে স্থানান্তর কার্যক্রম স্থগিত ছিল।

কাতারের এই কর্মকর্তার মতে, দোহা শেষ পর্যন্ত ৮ হাজার আফগান নাগরিককে আশ্রয় দেবে, বর্তমান ৭ হাজার লোকের মধ্যে অনেকেই তৃতীয় আরেকটি দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতও একটি স্থানান্তর কেন্দ্র হয়ে উঠেছে। ব্রিটেন ও ফরাসি কর্তৃপক্ষ রাজধানী আবুধাবিকে তাদের নাগরিকদের সরিয়ে আনার ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করছে।

সরকার জানিয়েছে, এ পর্যন্ত সাড়ে ৮ হাজারের বেশি লোককে সংযুক্ত আরব আমিরাতে সরিয়ে নেওয়া হয়েছে।

এ দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার পর্যন্ত তারা ১৭ হাজার লোককে আফগানিস্তান থেকে সরিয়ে নিয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments