Friday, May 17, 2024
Homeদিনাজপুরবিরামপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী পালিত

বিরামপুরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছার ৯১ তম জন্মবার্ষিকী পালিত

বিরামপুর(দিনাজপুর) সংবাদদাতা :

দিনাজপুরের বিরামপুরে নানা কর্মসূচীর মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর ৯১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

(৮ আগস্ট) গতকাল রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্তরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন শেষে আলোচনা সভা,দোয়া মাহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় বিরামপুর আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু।

এসময় পৌর মেয়র আককাস আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওহিদুন্নবী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার মহন্ত,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নারু গোপাল কুন্ডু,যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার ও মোশফিকুর রহমান,দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,দিনাজপুর জেলার সাংবাদিকক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন,বিরামপুর প্রেসক্লাবের সভাপতি শাহিনুর আলম,বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ,বীরমুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন স্কুলের প্রধানগণ, উপজেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দসহ সাংবাদিকগণসহ অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শেষে উপজেলার দুস্থ ও অসহায় পরিবারের মাঝ সেলাই মেশিন বিতরণ করা হয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments