Friday, May 17, 2024
HomeScrollingইরানকে দুষছে ইসরায়েল

ইরানকে দুষছে ইসরায়েল

অনলাইন ডেস্ক।।

ওমান উপকূলে তেল ট্যাংকারে হামলার পেছনে ইরানের হাত রয়েছে বলে দাবি করছে ইসরায়েল। ওই হামলায় এক ব্রিটিশ ও এক রোমানিয়ার নাগরিক নিহত হয়েছে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, এমভি মার্সার স্ট্রিট নামের ট্যাংকারটি পরিচালনা করেন লন্ডন-ভিত্তিক জোডিয়াক মেরিটাইম। আরব সাগরে ওমান উপকূলের কাছাকাছি এলাকায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

ইসরায়েলি শিপিং ম্যাগনেট আইল ওফার মালিকানাধীন কোম্পানিটি বলছে, তারা ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে। তবে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড শুক্রবার একে সরাসরি ‘ইরানের সন্ত্রাসবাদ’ বলে উল্লেখ করেন।

এক বিবৃতিতে লাপিড বলেন, ‘ইরান শুধু ইসরায়েলের সমস্যা নয়’ এবং ‘এ ঘটনায় বিশ্ব চুপ থাকতে পারে না’।

তবে লাইবেরিয়ার পতাকাবাহী জাপানি মালিকানাধীন ট্যাংকারটিতে হামলার ঘটনা এখনো পরিষ্কার নয়। এ বিষয়ে ইরানও কোনো মন্তব্য করেনি।

এ হামলা ওই অঞ্চলে উত্তেজনা গুরুতরভাবে বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। কোনো কোনো প্রতিবেদনে বলা হচ্ছে, ড্রোনের মাধ্যমে এ হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে যুক্তরাজ্য সরকারের মুখপাত্র জানায়, তারাও দ্রুতই ঘটনাটি উদ্‌ঘাটনে চেষ্টা করছে। একজন ব্রিটিশ নাগরিকের মৃত্যুকে তারা গুরুত্বের সঙ্গে দেখছে।

আরও বলা হয়, আন্তর্জাতিক আইন অনুসারে জাহাজকে মুক্তভাবে চলাচল করতে দিতে হবে।

এক বিবৃতিতে জোডিয়াক মেরিটাইম জানায়, ‘দুঃখজনকভাবে’ দুজনের মৃত্যু ছাড়া কোনো আহতের ঘটনা নেই। বর্তমানে জাহাজটি তাদের নাবিকদের নিয়ন্ত্রণে রয়েছে। মার্কিন নৌ বাহিনী পথ দেখিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল ও ইরান পরিচালিত একাধিক জাহাজে হামলা হয়েছে। এ সব ঘটনার দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে। অস্বীকার করেছেও উভয় পক্ষ । কিন্তু দুজন নিহতের কারণে এবারের হামলাটি একদমই আলাদা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments