কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে জামালপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সচেতনতামূলক প্রচার কর্মসূচির অংশ হিসেবে শহরে মাস্ক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের সকাল বাজারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় সকাল বাজারের ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ পথচারীদের মাঝে দুই শতাধিক মাস্ক বিতরণ এবং জনসচেতনতামূলক বার্তা প্রচার করা হয়। এসময় উপস্থিত ছিলেন জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও কর্মরত সাংবাদিকবৃন্দ।
মাস্ক বিতরণের সময় সাংবাদিকরা নেতারা জানান, কোভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সকলকে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এছাড়া স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন থাকার আহবান জানান তারা।
করোনা সংক্রমণ প্রতিরোধে জামালপুর প্রেসক্লাবের মাস্ক বিতরণ
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on