Friday, July 4, 2025
HomeScrollingরেকর্ড তাপমাত্রায় কানাডায় মৃত বেড়ে ২৩০

রেকর্ড তাপমাত্রায় কানাডায় মৃত বেড়ে ২৩০

অনলাইন ডেস্ক |

কানাডার ইতিহাসের সবচেয়ে বেশি তাপমাত্রায় জনদুর্ভোগ রীতিমতো শোকে পরিণত হয়েছে। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ব্রিটিশ কলম্বিয়ায় এখন পর্যন্ত ২৩০ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটিতে টানা তিন দিন একই ধরনের তাপমাত্রা বিরাজ করছে। মঙ্গলবার লিথনে উঠেছিল ১২১এফ।

এর আগে সর্বোচ্চ মাত্রা ছিল দেশটিতে ১৯৩৭ সালে, ১১৩এফ।

ব্রিটিশ কলম্বিয়ার কর্নার সার্ভিস শুরুতে ১৩৩ জনের মৃত্যু খবর দিলেও সেটি সোমবার নাগাদ ২৩৩ জনে পৌঁছে যায়।

ব্রিটিশ কলম্বিয়া ও আলবার্টাসহ কিছু অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধির কারণে সতর্কতা জারি করেছে এনভায়রনমেন্ট কানাডা। সংস্থার জলবায়ু বিশেষজ্ঞ ডেভিভ ফিলিপস বলেন, কানাডা বিশ্বের দ্বিতীয় শীতল ও তুষার প্রবণ দেশ। এখন যা দেখছি সে তুলনায় দুবাই ঠাণ্ডা হবে।

এ অবস্থায় কানাডার তাপপ্রবণ এলাকায় অনেকে অস্থায়ী মিস্টিং স্টেশনে ভিড় জমিয়েছেন।

পাশের দেশ আমেরিকার পোর্টল্যান্ড ও সিয়াটলের মতো শহরে ১৯৪০ এর দশকের পর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে। পোর্টল্যান্ডে ৪৬.১ ডিগ্রি সেলসিয়াস ও সিয়াটলে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ সব এলাকার অনেক অধিবাসী সরকারের স্থাপন করা কুলিং সেন্টারে অবস্থান নিয়েছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments