Saturday, July 5, 2025
HomeScrollingসময় ‘ফুরিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র-ফ্রান্স

সময় ‘ফুরিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র-ফ্রান্স

অনলাইন ডেস্ক |

পারমাণবিক চুক্তিতে ফিরে আসার সময় ফুরিয়ে যাচ্ছে বলে ইরানকে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।

তাদের আশঙ্কা, আলোচনায় অচলাবস্থা না কাটলে তেহরানের আণবিক কর্মসূচির কাজ এগিয়ে যেতে পারে। খবর এএফপি’র।

প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের কারও প্রথম উচ্চ পর্যায়ের প্যারিস সফরে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভেস ল্য দ্রিয়ঁ ডোনাল্ড ট্রাম্প আমলের চার বছরের টানাপোড়েনের পর সহযোগিতার নতুন উদ্যমকে সাধুবাদ জানান।

তবে উভয় পক্ষ জানায়, ইরানের কট্টরপন্থী সরকার পরমাণু সংক্রান্ত আলোচনায় ছাড় দেওয়ার মনোভাব না দেখালে দেশটির ২০১৫ সালের পারমাণবিক চুক্তি ফিরে আসার ব্যাপারে করা বাইডেনের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে।

ভিয়েনায় দুই মাসেরও বেশি সময় ধরে ইরান ও পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে এ আলোচনা চলমান রয়েছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে করা পরমাণু চুক্তিকে অর্থহীন আখ্যায়িত করে এ চুক্তি থেকে বেরিয়ে যান। ইসরায়েলি লবির কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করা হয়।

ব্লিনকেন সতর্ক করে  বলেন, ইরানের সঙ্গে এখনো যুক্তরাষ্ট্রের ‘অনেক মতপার্থক্য’ রয়েছে। এছাড়া দেশটির গত সপ্তাহের নির্বাচনে কট্টরপন্থী ইব্রাহিম রাইসি জয়লাভের পরও তারা আলোচনা চালিয়ে যাচ্ছে।

এক্ষেত্রে ইরান তার আগের অবস্থানে ফিরে আসার ক্ষেত্রে এ চুক্তিতে ফেরার ব্যাপারে বাইডেনের এখনো সমর্থন রয়েছে বলে জানান ব্লিনকেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ট্রাম্প এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করলে তেহরানও পরমাণু চুক্তির ব্যাপারে দেওয়া তাদের প্রতিশ্রুতি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments