Sunday, May 19, 2024
HomeScrollingবাংলাদেশের নতুন স্পিন কোচ হেরাথ ও ব্যাটিং কোচ প্রিন্স

বাংলাদেশের নতুন স্পিন কোচ হেরাথ ও ব্যাটিং কোচ প্রিন্স

অনলাইন ডেস্ক |

জিম্বাবুয়ে সফরে যাওয়ার আগেই বিশেষজ্ঞ ব্যাটিং ও বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই দুই পদে কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টাইগারদের নতুন স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রঙ্গনা হেরাথকে। আর ব্যাটিং কোচ হিসেবে নেওয়া হয়েছে অ্যাশওয়েল প্রিন্সকে। শনিবার দুপুরের পর এক আনুষ্ঠানিক বিবৃতিতে খবরটি নিশ্চিত করে বিসিবি।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশে হেরাথের কোচিং অধ্যায়। শ্রীলঙ্কার এই কিংবদন্তি স্পিনার বর্তমান চুক্তি অনুযায়ী কাজ করবেন আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।

করোনার প্রাদুর্ভাবের পর থেকে টাইগারদের সঙ্গে নিয়মিতভাবে কাজ করেননি আগের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরি। বাংলাদেশে তার স্থলাভিষিক্ত হলেন হেরাথ।

অন্যদিকে প্রিন্স স্থলাভিষিক্ত হলেন টাইগারদের সাবেক ব্যাটিং কোচ জন লুইসের। তবে দক্ষিণ আফ্রিকার সাবেক বাঁহাতি ব্যাটসম্যানকে  আপাতত জিম্বাবুয়ে সফরের জন্য নিয়োগ দিয়েছে বিসিবি।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments