শেষ হলো নিরব-অপু অভিনীত চলচ্চিত্র ‘ছায়াবৃক্ষ’র শুটিং। রবিবার সিনেমাটির শুটিং শেষ হয়েছে বলে জানিয়েছেন পরিচালক বন্ধন বিশ্বাস। তিনি জানান, শ্রীমঙ্গলে শেষ লটে ৫দিন শুটিং করে ছবিটির কাজ শেষ করা হয়েছে।
অনুপম কথাচিত্রের ব্যানারে নির্মিত সরকারি অনুদান প্রাপ্ত এই ছবিটি আগামী অক্টোবরে দুর্গাপূজায় মুক্তি পেতে পারে।
গত বছরের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একটি চা বাগানে ছবিটির বেশির ভাগ শুটিং সম্পন্ন হয়। পরে করোনা সংক্রমণ বৃদ্ধির ফলে শুটিং পরিবেশ প্রতিকূলে চলে যায়। এবার পুরোপুরি কাজ শেষ কাজ শেষ হয়েছে চা বাগানের শ্রমিকের সুখ, কষ্ট, দিনযাপন, অধিকার নির্মিত এ ছবিটি।
চিত্রনায়ক নিরব বলেন, চা শ্রমিক হিসেবে আমাদের দেশে এক বিশাল জনগোষ্ঠী কাজ করছেন। তাদের অনেক অজানা বিষয় জানা যাবে এ ছবির মাধ্যমে। আমি নিজেও অনেক নতুন কিছু জেনেছি। পুরো শুটিং ভালো হয়েছে। দর্শকেরা উপভোগ করবেন।
‘ছায়াবৃক্ষ’ প্রযোজক অনুপ বড়ুয়ার দ্বিতীয় ছবি। এর আগে তিনি সুজন বড়ুয়ার পরিচালনায় ‘বান্ধব’ নামে একটি ছবি প্রযোজনা করেছিলেন। করোনার কারণে ছবিটির মুক্তি আটকে আছে। সুযোগ বুঝেই বান্ধব দর্শকদের কাছে পৌঁছে দিতে চান অনুপ বড়ুয়া।
নিরব-অপু বিশ্বাস ছাড়াও ‘ছায়াবৃক্ষ’তে আরও অভিনয় করেছেন নওশাবা, সুমিত, শতাব্দী ওয়াদুদ, বড়দা মিঠু, ইকবাল আহমেদ।