তিন ম্যাচের নিষেধাজ্ঞায় রয়েছেন সাকিব আল হাসান। অধিনায়ককে ছাড়া খেলতে নেমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার ওভারে জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে এই রোমাঞ্চকর জয়ে ১০ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
বুধবার সাভারের ৪ নম্বর মাঠে বৃষ্টির কারণে ম্যাচটি নেমে আসে ১০ ওভারে। টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটে ঝড় তোলেন মোহামেডান ওপেনার আব্দুল মজিদ। সতীর্থরা আসা-যাওয়ার মধ্যে থাকলেও তার ৩০ বলে ৫ চার ও ৪ ছক্কায় সাজানো ৫৭ রানের ইনিংসে ভর করে ৯ উইকেটে ৮৮ রান করে মোহামেডান।
মজিদ চতুর্থ উইকেট হিসেবে সাজঘরে ফেরেন ৮.৩ ওভারে, দলের রান ৮৪ রান থাকতে। এরপর স্কোরবোর্ডে আর মাত্র ৪ রান যোগ হতেই শেষ ৫ উইকেট হারায় মোহামেডান। তার মধ্যে শেষ চার ব্যাটসম্যান সাজঘরে ফেরেন শূন্য হাতে। তাসকিন আহমেদ অপরাজিত থাকলেও ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। খেলাঘরের হয়ে ২ ওভারে ৯ রান দিয়ে একাই ৪ উইকেট নেন ইরফান হোসেন।
৮৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতে ধাক্কা খেলেও অধিনায়ক-ওপেনার জহুরুল ইসলামের ২৮, মেহেদী হাসান মিরাজের ১৪ ও মাসুম খানের অপরাজিত ২৮ রানে ভর করে ৫ উইকেট হারিয়ে ৮৮ রানে থামে খেলাঘর। মোহামেডানের হয়ে তাসকিন ২ ওভারে ২২ রান দিয়ে নেন ২ উইকেট।
সমান রান হওয়ায় ম্যাচ গড়ায় সুপার ওভারে। শুরুতে ব্যাট করে মাসুম খানের ১০ রানের সুবাদে ১ উইকেট হারিয়ে ১৩ রান তোলে খেলাঘর। জবাবে ইরফানের ৭ ও মজিদের ৬ রানে মোহামেডান ১ উইকেট হারিয়ে অনায়াসে লক্ষ্যে পৌঁছে যায়। ম্যাচ সেরা হয়েছেন মজিদ।