Friday, July 4, 2025
HomeScrollingইমনের ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্য, বিপাকে বাংলাদেশি তরুণ

ইমনের ছবিতে কুরুচিপূর্ণ মন্তব্য, বিপাকে বাংলাদেশি তরুণ

অনলাইন ডেস্ক |

ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তীর ব্যায়ামের ছবিতে অশালীন মন্তব্য করে বিপাকে পড়েছেন বাংলাদেশের সিলেটের এক তরুণ। ইমন ইতিমধ্যে কলকাতা পুলিশকে ওই তরুণকে শনাক্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন।

ইমন এক মাস ধরে যোগব্যায়ামের ছবি শেয়ার করছেন ফেইসবুকে। শুক্রবারও সেটাই করেছিলেন। এদিন সেই ছবির কমেন্ট বক্সে এএইচ শুভ নামের ওই তরুণ ভাষায় প্রকাশের অযোগ্য মন্তব্য করেন।

অভিযুক্ত তরুণ কমেন্টের রিপ্লাইতে কলকাতা পুলিশকে মেনশন করেন ইমন। এরপর ছেলেটি নিজের প্রোফাইল লক করে ফেলেন। কিন্তু ততক্ষণে তার আইডি ঘেঁটে ফেলেন নেটিজেনরা।

রবিবার বিকেলে শুভর অ্যাকাউন্টে গিয়ে প্রোফাইল লক দেখা গেছে। তবে বোঝা গেছে তিনি সিলেটের একটি মেডিকেলে নার্সিং পড়েন।

শুভ অবশ্য নিজের ভুল বুঝতে পেরেছেন। রবিবার বেলা ২টা ৩৩ মিনিটে তিনি আরেকটি কমেন্টে ক্ষমা চান। লিখেছেন, ‘আমি সবার কাছে ক্ষমা চাই।’

ইমনের ছবির নিচে ওই অশালীন মন্তব্যে প্রতিবাদ জানিয়েছেন প্রায় আড়াই হাজারেরও বেশি মানুষ। তাদের মধ্যে বাংলাদেশিরাও আছেন। একজন শুভকে উদ্দেশ্যে করে লিখেছেন, ‘এ বাংলাদেশের কলঙ্ক।’

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments