শুরুর আগেই বড় ধাক্কা খেল কোপা আমেরিকা। স্বাগতিক ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে এবারের আসর মাঠে গড়াবে।
কিন্তু উদ্বোধনী ম্যাচের একদিন আগে ফের শঙ্কা তৈরি হয়েছে কোপা আমেরিকা নিয়ে। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ভেনেজুয়েলার খেলোয়াড় ও কোচিং স্টাফ মিলিয়ে ১২ জন। আক্রান্ত সবাইকে হোটেলে আইসোলেশনে রাখা হয়েছে।
দক্ষিণ আমেরিকা ফুটবল কনফেডারেশন (কনমেবল) এখনো রবিবার দিবাগত রাতের এই ম্যাচটি চালিয়ে নিয়ে যাবে কিনা, সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসতে পারেনি।
কোপায় অংশ নিতে শুক্রবার ব্রাজিল পৌঁছে ভেনেজুয়েলা। বৃহস্পতিবার কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট আসায় দলের সঙ্গে সফরে যাননি ডিফেন্ডার উইলকার অ্যাঞ্জেল ও রল্ফ ফেল্টশার।