Saturday, July 5, 2025
HomeScrollingক্রিকেট মাঠেও লুটিয়ে পড়ার ঘটনা, হাসপাতালে ডু প্লেসি

ক্রিকেট মাঠেও লুটিয়ে পড়ার ঘটনা, হাসপাতালে ডু প্লেসি

অনলাইন ডেস্ক |

ফুটবলের পর এবার ক্রিকেট মাঠেও দুর্ঘটনা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিল্ডিংয়ের সময় সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাঠে লুটিয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফ্যাফ ডু প্লেসি। পরে তাকে হাসপাতালে নিতে হয়।

শনিবার আবু ধাবিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।

এদিকে একই দিন ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলাকালে মাঠে মুখ থুবড়ে পড়ে যান ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। পরে হাসপাতালে নেওয়া হয় তাকে। ম্যাচটা এক পর্যায়ে স্থগিত ঘোষণা করা হলেও পরে অনুষ্ঠিত হয়।

পিএসএলের ম্যাচটিতে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ডু প্লেসির সঙ্গে বাউন্ডারি লাইনে ফিল্ডিংয়ের সময় সংঘর্ষ হয় সতীর্থ মোহাম্মদ হাসনাইনের। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন প্রোটিয়া ক্রিকেটার। পরে নিজেই ওঠে দাঁড়ান মাঠে।

তবে অসুস্থ বোধ করতে থাকেন ডু প্লেসি। সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।

ডু প্লেসি বেরিয়ে গেলে তার পরিবর্তে সায়েম আয়ুবকে নামানো হয় কনকাশন বদলি হিসেবে। তবে ম্যাচটা হেরে গেছে ডু প্লেসির কোয়েটা। প্রথমে ব্যাট করে পেশোয়ার ১৯৭ রান করে ৫ উইকেট হারিয়ে। জবাবে কোয়েটা গুটিয়ে যায় ১৩৬ রানে। ৬১ রানে জয় পায় জালমি।

ফুটবল ম্যাচেও অসুস্থ হয়ে মাঠ ছাড়া এরিকসেনের দল ডেনমার্ক হেরে গেছে ফিনল্যান্ডের বিপক্ষে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments