Friday, July 4, 2025
HomeScrollingবাবরের লড়াইয়ের গল্প নিয়ে ‘বাবর কী কাহানি’

বাবরের লড়াইয়ের গল্প নিয়ে ‘বাবর কী কাহানি’

অনলাইন ডেস্ক |

পাকিস্তান ক্রিকেটের ‘পোস্টার বয়’ বাবর আজম। ২০১৫ সালে জাতীয় দলে অভিষেকের পর খুব অল্প সময়েই নির্ভরতার প্রতীক হয়ে ওঠেন এই ২৬ বছর বয়সী। এরই মধ্যে তিন ফরম্যাটেই পাকিস্তান দলের নেতৃত্বও পেয়েছেন তিনি। অথচ ২০০৭ সালে কি-না বল হয় হিসেবে দেখা গিয়েছিল তাকে!

বলবয় থেকে জাতীয় দলের অধিনায়ক। বাবরের এই যাত্রা সহজ ছিল না মোটেই। কঠিন এই পথ পাড়ি দেওয়ার গল্প নিয়েই হাজির হতে যাচ্ছেন পাকিস্তান অধিনায়ক।

টুইটারে তিনি একটি পোস্টার শেয়ার করেছেন বাবর। পোস্টারের গায়ে লেখা ‘বাবর কী কাহানি’। যার ক্যাপশনে বাবর লিখেছেন, ‘আমার গল্প, অপেক্ষা করুন।’

দেখে মনে হচ্ছে সম্ভবত তার অটোবায়োগ্রাফি প্রকাশিত হতে চলছে। যদিও বাবর খোলসা করে কিছুই বলেননি। শুধু ছবিটা শেয়ার করে অপেক্ষা করতে বলেছেন। তবে বাবর যে নিজের গল্প নিয়ে হাজির হচ্ছেন, এটা তো অনুমান করাই যায়।

২০০৭ সালে তাকে বল হিসেবে দেখা গিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। এরপর পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলে প্রবেশ। সেখানেই ২০০৯-১০ সালে সবাইকে চমকে দেশের সর্বোচ্চ স্কোরার হয়ে গেলেন। আর ক্রিকেটের মঞ্চে নিজেকে পরিচিত করালেন।

২০১২ সালে অনুর্ধ্ব-১৯ পাকিস্তান দলের অধিনায়ক হয়েছিলেন বাবর। এর তিন বছর পরেই সিনিয়র দলে প্রবেশ করলেন তিনি। বাবরের এই সাফল্যের রহস্য গুনতে উন্মুখ সবাই। এরই মধ্যে তার টুইটার পোস্ট বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments