বলবয় থেকে জাতীয় দলের অধিনায়ক। বাবরের এই যাত্রা সহজ ছিল না মোটেই। কঠিন এই পথ পাড়ি দেওয়ার গল্প নিয়েই হাজির হতে যাচ্ছেন পাকিস্তান অধিনায়ক।
টুইটারে তিনি একটি পোস্টার শেয়ার করেছেন বাবর। পোস্টারের গায়ে লেখা ‘বাবর কী কাহানি’। যার ক্যাপশনে বাবর লিখেছেন, ‘আমার গল্প, অপেক্ষা করুন।’
দেখে মনে হচ্ছে সম্ভবত তার অটোবায়োগ্রাফি প্রকাশিত হতে চলছে। যদিও বাবর খোলসা করে কিছুই বলেননি। শুধু ছবিটা শেয়ার করে অপেক্ষা করতে বলেছেন। তবে বাবর যে নিজের গল্প নিয়ে হাজির হচ্ছেন, এটা তো অনুমান করাই যায়।
২০০৭ সালে তাকে বল হিসেবে দেখা গিয়েছিল। তখন তার বয়স ছিল মাত্র ১৩ বছর। এরপর পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দলে প্রবেশ। সেখানেই ২০০৯-১০ সালে সবাইকে চমকে দেশের সর্বোচ্চ স্কোরার হয়ে গেলেন। আর ক্রিকেটের মঞ্চে নিজেকে পরিচিত করালেন।
২০১২ সালে অনুর্ধ্ব-১৯ পাকিস্তান দলের অধিনায়ক হয়েছিলেন বাবর। এর তিন বছর পরেই সিনিয়র দলে প্রবেশ করলেন তিনি। বাবরের এই সাফল্যের রহস্য গুনতে উন্মুখ সবাই। এরই মধ্যে তার টুইটার পোস্ট বেশ সাড়া ফেলেছে ভক্তদের মাঝে।