Friday, July 4, 2025
HomeScrollingনতুন করে রাসেল ক্রো’র বিখ্যাত সিনেমা

নতুন করে রাসেল ক্রো’র বিখ্যাত সিনেমা

‘মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড’ ছবির দৃশ্য

রাসেল ক্রো’র আলোচিত সিনেমা ‘মাস্টার অ্যান্ড কমান্ডার: দ্য ফার সাইড অব দ্য ওয়ার্ল্ড’ নতুন করে নির্মাণের কথা ভাবছে প্রযোজনা সংস্থা টুয়েন্টিথ সেঞ্চুরি। ইতিমধ্যে ‘দ্য মনস্টার কলস’-খ্যাত প্যাট্রিক্স নেসকে দেওয়া হয়েছে চিত্রনাট্য লেখার দায়িত্ব।

ডেডলাইন এক প্রতিবেদনে জানায়, প্রজেক্টটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। যুক্ত হননি কোনো পরিচালক। অভিনয়ে কারা থাকছেন তাও ঠিক হয়নি।

২০০৩ সালে মুক্তি পায় ‘মাস্টার অ্যান্ড কমান্ডার’, পরিচালনা করেন পিটার উইয়ার। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেন পল বেটনি।

নেপোলিয়নের যুদ্ধকালীন সময়ের প্রেক্ষাপটে লেখা প্যাট্রিক ও’ব্রায়ানের উপন্যাস অবলম্বনে তৈরি এ ছবিতে ব্রিটিশ ক্যাপ্টেন জ্যাক আউব্রে’র চরিত্রে অভিনয় করেন রাসেল ক্রো। যাকে একদল ক্রু নিয়ে দক্ষিণ আমেরিকার উপকূলে ফরাসি যুদ্ধের ডামাঢোলের মধ্যে এগিয়ে যেতে দেখা যায়।

ছবিটি বিশ্বব্যাপী ২১ কোটি ডলারের বেশি আয় করে। সেরা ছবিসহ ১০ বিভাগে মনোনয়ন পায় অস্কারে।

‘মাস্টার অ্যান্ড কমান্ডার’-এর সিক্যুয়ালের কথা এর আগে বেশ কয়েকবার শোনা গিয়েছিল। একটি সূত্র বলছে, দ্বিতীয় কিস্তিতে গল্প তরুণ আউব্রেকে নিয়ে অর্থাৎ, প্রথম ছবির আগের গল্প দেখা যাবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments