Monday, May 20, 2024
HomeScrollingপৃথিবীর বৃহত্তম মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানিতে সাইবার হামলা

পৃথিবীর বৃহত্তম মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানিতে সাইবার হামলা

পৃথিবীর সবচেয়ে বড় মাংস প্রক্রিয়াজাতকরণ কোম্পানি জেবিএস সাইবার হামলার শিকার হয়েছে। এই হামলার কারণে বিশ্বজুড়ে মাংসের দাম বেড়ে যেতে পারে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, জেবিএসের কম্পিউটার হ্যাকড হওয়ার কারণে অস্ট্রেলিয়া, কানাডা এবং যুক্তরাষ্ট্রের কিছু কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এতে হাজার-হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছেন।

কোম্পানিটিকে উদ্ধৃত করে হোয়াইট হাউজ বলছে, রাশিয়ার একটি সন্ত্রাসী গ্রুপ এই র‌্যানসামওয়্যার হামলা চালিয়েছে।

ক্ষতিকর সফটওয়্যার র‌্যানসামওয়ারের মাধ্যমে প্রথমে একটি কম্পিউটারের নিয়ন্ত্রণ নেয় হ্যাকাররা। তারপর অর্থ দাবি করে জানানো হয়, নির্ধারিত সময়ে পরিশোধ না করলে ফাইলগুলো ডিলিট করে দেয়া হবে।

হোয়াইট হাউজ জানিয়েছে, এফবিআই থেকে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

হোয়াইট হাউজের একজন মুখপাত্র মঙ্গলবার বলেন, ‘জেবিএস জানিয়েছে (হোয়াইট হাউজকে) সম্ভবত রাশিয়া ভিত্তিক একটি সন্ত্রাসী সংগঠন তাদের কম্পিউটারে সাইবার হামলা করেছে।’

‘হোয়াইট হাউজ রাশিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে সরাসরি যোগাযোগ রাখছে।’

পৃথিবীর বেশ কিছু দেশের ১৫০টি কারখানায় মাংস সরবরাহ করে জেবিএস। ১৯৫৩ সালে এটি ব্রাজিলে প্রথম ব্যবসা শুরু করে।

বিশ্বজুড়ে এদের এখন দেড় লাখের বেশি কর্মী রয়েছেন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments