Thursday, May 16, 2024
HomeScrollingবাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হার মানতে পারছেন না জয়াসুরিয়া

বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারাকে লজ্জাজনক হিসেবে দেখছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সনাৎ জয়াসুরিয়া। উত্তরসূরিদের তাই শেষ ম্যাচে জয় তুলে নিয়ে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর তাগিদ দিলেন লঙ্কান কিংবদন্তি।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা দল ঢাকায় অবস্থান করছে। এরই মধ্যে সিরিজের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং দুটিতেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে তামিম ইকবালের দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের যা প্রথম সিরিজ জয়। এই জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকাতেও শীর্ষে উঠে গেছে টাইগাররা।

কিন্তু বাংলাদেশের বিপক্ষে নিজ দেশের এমন নতজানু পারফরম্যান্স কিছুতেই মানতে পারছেন না জয়াসুরিয়া। টুইট বার্তায় লিখেছেন, ‘একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন।’

এরপর দলের প্রতি বার্তা দিয়ে বলেন, ‘জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেষ ম্যাচে লড়াই চালাও।’

শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments