Thursday, July 3, 2025
HomeScrollingমাশরাফী ও ওয়াসিম আকরামকে ছুঁলেন সাকিব

মাশরাফী ও ওয়াসিম আকরামকে ছুঁলেন সাকিব

একই ম্যাচে মাশরাফী বিন মোর্ত্তজা ও ওয়াসিম আকরামের গড়া দুটি আলাদা কীর্তি ছুঁলেন বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে ঠিকই আলো ছড়িয়েছেন সাকিব। ৯ ওভার বল করে ৩৮ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। এদিনের দুই উইকেট শিকারেই দুটি রেকর্ডে নাম লেখা হয়ে গেছে সাকিবের।

যার একটি- বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট শিকার। যেখানে মাশরাফীর সঙ্গে এখন যুগ্মভাবে শীর্ষে সাকিব। দেশের হয়ে দুজনের উইকেটই ২৬৯টি।

ওয়ানডেতে অবশ্য মাশরাফীর নামের পাশে মোট ২৭০ উইকেট। এর একটি ২০০৭ আফ্রো-এশিয়া কাপে এশিয়া একাদশের হয়ে।

সাকিবের আরেক রেকর্ডটি বিশ্বরেকর্ড। এক মাঠে সর্বোচ্চ উইকেট শিকারে এখন ওয়াসিম আকরামের পাশে সাকিব। শারজাহতে ১২২ উইকেট নিয়ে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন ওয়াসিম আকরাম। এখন সাকিবও সঙ্গী এই পাকিস্তানি কিংবদন্তির।

শারজাহতে আকরামের ১২২ উইকেট ৭৭ ম্যাচে। মিরপুর শের বাংলা স্টেডিয়ামে সাকিবের ১২২ উইকেট ৮৪ ম্যাচে। ওয়াসিম ও সাকিব ছাড়া ওয়ানডেতে এক ভেন্যুতে উইকেটের সেঞ্চুরি আছে কেবল ওয়াকার ইউনুসের। শারজাহতেই ৬১ ম্যাচে ১১৪ উইকেট পাকিস্তানি কিংবদন্তির।

সাকিবের এমন রেকর্ডময় ম্যাচটা এদিন বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে বাংলাদেশ। এই জয়ে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত হয়েছে স্বাগতিকদের। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এটিই প্রথম সিরিজ জয়। আর এদিনের জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগেও শীর্ষে উঠে গেছে টাইগাররা।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments