Saturday, May 4, 2024
HomeScrollingগাজায় ইসরায়েলি হামলায় নয় শিশুসহ ২১ ফিলিস্তিনি নিহত

গাজায় ইসরায়েলি হামলায় নয় শিশুসহ ২১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার বিভিন্ন অংশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নয় শিশুসহ কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন।

এর আগে আল-আকসা মসজিদে হামলা চালিয়ে তিন শতাধিক ফিলিস্তিনিকে আহত করে ইসরায়েলি পুলিশ।

আল-জাজিরা জানায়, আল-আকসা মসজিদ থেকে অবরোধ তুলে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়ে রকেট হামলার হুমকি দেয় গাজার প্রতিরোধ সংগঠন হামাস। সেখান থেকে বাহিনী সরিয়ে না নিলে ইসরায়েলে রকেট ছোড়ে সংগঠনটি।

আনাদলু এজেন্সি জানিয়েছে, এরপর গাজা উপত্যকায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত নয় শিশুসহ ২১ ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

অব্যাহত উত্তেজনা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদ জরুরি বৈঠকে বসলেও ইসরায়েলের মিত্র যুক্তরাষ্ট্রের বাধার কারণে প্রকাশ্যে কোনো বিবৃতিতে দিতে পারেনি সদস্য রাষ্ট্রগুলো।

পরিস্থিতি নিয়ে জর্ডানের বাদশাহ আবদুল্লাহর সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। আল-আকসা মসজিদে হামলার নিন্দা জানিয়েছে তুরস্কের পার্লামেন্ট।

ইসরায়েলি উগ্রবাদীদের জেরুজালেম দখল উদযাপন এবং শেখ জাররাহ এলাকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ ঘিরে এ উত্তেজনার সূত্রপাত হয়। এরপর আল-আকসা মসজিদের মুসল্লিদের ওপর কয়েক দফা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে বহু মুসল্লি আহত হন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments