Tuesday, May 7, 2024
HomeScrollingকোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

কোন জেলায় কতজন করোনায় আক্রান্ত

আরিফুর রহমান, ডেস্ক রিপোর্ট-

প্রাণঘাতী করোনাভাইরাস বিশ্বের ২১০টি দেশে ছড়িয়ে পড়েছে। বাদ যায়নি বাংলাদেশও। দেশে দিন দিন আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৯১ জনে। একদিনে নতুন আক্রান্ত হয়েছে ৩১২ জন। এ পর্যন্ত মোট ২৪৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে রাজধানী ঢাকায় ৮৪৩ জন এবং ঢাকা জেলায় ৩৪ জন আক্রান্ত রয়েছে। ঢাকার পরে সবচেয়ে বেশি করোনা রোগী নারায়ণগঞ্জ জেলায়। এছাড়া নতুন করে গাজীপুর জেলা করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে।

রোববার (১৮ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

 

ঢাকা সিটিতে ৮৪৩ জন এবং ঢাকা বিভাগের ঢাকা জেলায় ৩৪ জন, গাজীপুরে ১৬১ জন, কিশোরগঞ্জে ৫৪ জন, মাদারীপুরে ২৫ জন, মানিকগঞ্জে ৬ জন, নারায়ণগঞ্জে ৩০৯ জন, মুন্সীগঞ্জে ৩৩ জন, নরসিংদীতে ৯৩ জন, রাজবাড়ীতে ৭ জন, ফরিদপুরে ৪ জন, টাঙ্গাইলে ৯ জন, শরীয়তপুরে ৭ জন ও গোপালগঞ্জে ২১ জন করোনা আক্রান্ত হয়েছে।

চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ৩৮ জন, কক্সবাজারে ১ জন, কুমিল্লায় ১৭ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ১০ জন, লক্ষ্মীপুরে ১৮ জন, বান্দরবানে ১, নোয়াখালীতে ৩ জন, ফেনীতে ১ জন ও চাঁদপুরে ৮ জন করোনায় আক্রান্ত হয়েছে।

সিলেট বিভাগের সিলেট জেলায় ৩ জন, মৌলভীবাজারে ২ জন, সুনামগঞ্জে ১ জন ও হবিগঞ্জে ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

রংপুর বিভাগের রংপুর জেলায় ৩ জন, গাইবান্ধায় ১২ জন, নীলফামারীতে ৯ জন, লালমনিরহাটে ২ জন, কুড়িগ্রামে ২ জন, দিনাজপুরে ৯ জন, পঞ্চগড়ে ১ জন ও ঠাকুরগাঁওয়ে ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে।

খুলনা বিভাগের খুলনা জেলায় ১ জন, যশোরে ১ জন, বাগেরহাটে ১ জন, নড়াইলে ২ জন ও চুয়াডাঙ্গায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ১৯ জন, জামালপুরে ১৭ জন, নেত্রকোনায় ১২ জন ও শেরপুরে ১১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

বরিশাল বিভাগের বরিশাল জেলায় ১৮ জন, বরগুনায় ৯ জন, পটুয়াখালীতে ২ জন, জিরোজপুরে ৪ জন ও ঝালকাঠিতে ৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।

এছাড়া রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৪ জন, জয়পুরহাটে ২ জন, পাবনায় ১ জন ও বগুড়ায় ১ জন করোনায় আক্রান্ত হয়েছে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments