Monday, May 20, 2024
Homeসারাদেশঢাকা বিভাগশিবচরে ৭১৫ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

শিবচরে ৭১৫ জন কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ


মোঃ রফিকুল ইসলাম রাজা,
বিশেষ প্রতিবেদক।।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় ২০১৯/২০ অর্থবছরের খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদেরকে উফশী আউশ আবাদ বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় ৭১৫ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২ টার দিকে শিবচর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ১৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ৭১৫ জন কৃষকের মাঝে বিনামূল্যে এই বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপম রায়ের সঞ্চালনায় ও শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের প্রশিক্ষক কৃষিবিদ মোঃ আসগর আলী।

শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উপজেলার ১৯ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রতি ১জন কৃষকের মাঝে ৫ কেজি ধানের বীজ,২০ কেজি ডিএপি সার ,১০ কেজি এমওপি সার ও ১ টি করে মাস্ক বিতরন করা হয়।

এছাড়াও ২০ জন কৃষকের প্রতি জনকে ১৩০ গ্রাম গ্রীস্মকালীন পেয়াজের বীজ ও আড়াই কেজি করে পলিথিন বিতরন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ রফিকুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments