মাদারীপুর সংবাদদাতা
মাদারীপুরের শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলায় নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রন্ত হয়েছে ১৮ জন। শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে আরো ৫ জন করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রন্ত হয়েছে ১৮ জন। শনিবার বিকেলে ঢাকার আইইডিসিআর থেকে নতুন ৫ জন আক্রন্তের রিপোর্ট পাঠানো হয় জেলা সিভিল সার্জন অফিসে। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ১১০ জনের নমুনা করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে যার মধ্যে ৭৬ জনের রিপোর্টে পাওয়া গেছে। এর মধ্যে মোট ১২ জনের করোনা সনাক্ত হয়েছে। বাকি ৫ জনের করোনা শনাক্ত হয়েছিল ৩ এপ্রিলের পূর্বে।
সিভিল সার্জন ডা. মো. সফিকুল ইসলাম বলেন, জেলার শিবচর, রাজৈর ও কালকিনি উপজেলার ৫ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছে। আমি স্ব স্ব উপজেলার স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের নিজ উপজেলায় এই ৫ জনকে চিকিৎসা দেয়ার জন্য বলেছি।
মাদারীপুরে নতুন করে ৫ জন করোনা আক্রন্ত ॥ মোট আক্রন্ত ১৮
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on