মেহেদী হাসান সোহাগ- মাদারীপুর ।।
জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন,’পদ্মাসেতুকে ঘিরে শিবচরের চরাঞ্চলে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। আমরা জেলেদের জীবনমান উন্নয়নের জন্য জেলেদের নৌকাকে পর্যটকদের ব্যবহার উপযোগী করে নদীতে পর্যটকদের ঘুরে বেড়ানোর একটা পরিকল্পনা করেছি। ক্রমান্বয়ে এ চরাঞ্চল পর্যটকদের জন্য আকর্ষণীয় হয়ে উঠবে। সে বিষয়ে নানা পরিকল্পনা করা হচ্ছে।’
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার কাঠাঁলবাড়ি ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শিবচর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।
শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল আলম ও শিবচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিএম আতাউর রহমান।
এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শিবচর উপজেলা সহকারী কমিশনার(ভুমি) এম রাকিবুল হাসান,শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম,শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মিরাজ হোসেন,শিবচর উপজেলা যুবলীগের সভাপতি ইলিয়াছ পাশাসহ প্রায় ২ শতাধিক জেলে।