Thursday, July 3, 2025
HomeScrollingট্রাম্প ‘ভুল’ প্রেসিডেন্ট: বাইডেনকে জেতানোর আহ্বান মিশেলের

ট্রাম্প ‘ভুল’ প্রেসিডেন্ট: বাইডেনকে জেতানোর আহ্বান মিশেলের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করে আসন্ন নির্বাচনে মার্কিন ভোটারদের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা।

রয়টার্স জানায়, সোমবার ডেমোক্র্যাট পার্টির জাতীয় সম্মেলনের প্রথম রাতে জ্বালাময়ী বক্তৃতা দেন মিশেল। তিনি ট্রাম্পকে ‘ভুল প্রেসিডেন্ট’ আখ্যা দেন।

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী বলেন, ‘তিনি (ট্রাম্প) যে কাজ চালাতে পারেন, তা প্রমাণের জন্য প্রচুর সময় পেয়েছিলেন। কিন্তু করোনা মহামারী, অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি আর বর্ণবৈষম্যের মধ্যে থাকা একটি দেশের সময়ের চাহিদা পূরণ করতে পারেননি তিনি।’

ট্রাম্পের ‘বিশৃঙ্খলাপূর্ণ’ সরকার পরিচালনার ইতি টানতে নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে জো বাইডেনকে বেছে নেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান মিশেল।

২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন বারাক ওবামা। সে সময়ে ভাইস প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন।

বাইডেনের সমর্থনে মিশেল বলেন, ‘তিনি সেই লোক নন, যাকে আমাদের প্রয়োজন। পরিস্থিতি এর চেয়েও খারাপ হওয়া সম্ভব নয়, আপনারা যারা মনে করছেন; বিশ্বাস করুন, এর চেয়েও খারাপ হতে পারে। নির্বাচনে যদি পরিবর্তন আনতে না পারি সেটিই ঘটবে।’

তিনি বলেন, ‘এই বিশৃঙ্খলা বন্ধ করতে চাইলে জো বাইডেনকে এমনভাবে ভোট দিতে হবে যেন আমাদের জীবনও এর ওপর নির্ভর করছে।’

সোমবার রাতে মিশেল ছাড়াও ডেমোক্র্যাট পার্টির বাইডেনের প্রতিদ্বন্দ্বীরা বাইডেনকে জেতাতে ভোটারদের প্রতি অনুরোধ করেন। ওহাইও অঙ্গরাজ্যের সাবেক গভর্নর জন ক্যাসিচসহ কয়েকজন রিপাবলিকানও বাইডেনের প্রতি সমর্থন দেন।

করোনা পরিস্থিতিতে অনলাইনেই চারদিন ব্যাপী এ কনভেনশন অনুষ্ঠিত হচ্ছে। এ কনভেনশনে আসন্ন নির্বাচনের জন্য ডেমোক্র্যাট পার্টি থেকে প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট পদে জো বাইডেন এবং কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেয়া হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments