মাদারীপুর প্রতিনিধি।।
সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার আয়োজনে ১৫ ই নভেম্বর মাদারীপুর শহরের উত্তরন ক্লাবে অনুষ্ঠিত হলো চড়ুইভাতী। উক্ত অনুষ্ঠান দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সভাপতি সোহাগ হাসান এর সভাপতিত্বে সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত আলী এর সঞ্চালনায় সংগঠনের সকল সদস্যদেরকে নিয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে বিদেশ থেকে আগমন উপলক্ষে দুজনকে সম্মাননা ক্রেস্ট ও মাদারীপুরের বিশিষ্ট ব্যক্তিদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন, এ্যাড.মশিউর রহমান পারভেজ, সভাপতি নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখা।
শফিক খান (স্পেন প্রবাসী), সাংবাদিক শফিক স্বপন, এ্যাড. মিমি, সৈকত আহমেদ, পরিচালক ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং, ডা.মেহেদী হাসান সোহেল, এইচ এম রেজাউল হক, পরিচালক প্রজ্ঞা মানবিক উন্নয়ন সংস্থা, রনি মিয়া (ইতালি প্রবাসী), এইচএম হাবিবুর রহমান,পরিচালক মাদারীপুর ট্রাভেলস এন্ড ট্যুরস। সভাপতিত্ব করেন, সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা সোহেল খান, সঞ্চালনা করেন সোহাগ হাসান, সভাপতি সবুজ বাংলাদেশ মাদারীপুর।