Wednesday, July 2, 2025
HomeScrollingকালকিনিতে মামলা করায় বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ

কালকিনিতে মামলা করায় বাদীর পরিবারের ওপর হামলার অভিযোগ

আশরাফুর রহমান হাকিম, মাদারীপুর।

আদালতে মামলা করায় মাদারীপুরের কালকিনিতে মো. মোয়াজ্জেম হোসেন খাঁন-(৬৯) নামে একজন মামলার বাদীর পরিবারের ওপর কয়েক দফা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে আসামী পক্ষের লোকজনের বিরুদ্ধে।

গত সোমবার (৪ নভেম্বর) আহত হয়েছেন বাদী ও তার মেয়ে। আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে ওই মামলা তুলে না নিলে বাদী পক্ষের লোকজনকে প্রান নাশের ও বাড়ীঘর পুড়িয়ে দেয়ার হুমকী দিয়ে আসছে ওই প্রভাবশালী আসামী পক্ষ। পরে এই ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি ও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার। শনিবার (০৯ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদী ও তার পরিবার। অপরদিকে আসামী পক্ষের লোকজনের হুমকী-ধামকীর ঘটনায় ওই অসহায় বাদী পক্ষের লোকজনের মাঝে এখন চরম আতঙ্ক বিরাজ করছে।
মামলা ও ভূক্তভোগী পরিবারের অভিযোগ সুত্রে জানা গেছে, উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের কানুরগাও গ্রামের মোয়াজ্জেম খাঁনের মেয়ে হেনা পারভীনের নামে ডিসিআর কাটা জমি নিয়ে একই এলাকার মো. জাফর খাঁনদের পরিবারের লোকজনের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এই ঘটনায় মোয়াজ্জেম খাঁনের মেয়ে হেনা পারভীন বাদী হয়ে জাফর খানসহ বেশ কয়েক জনকে আসামী করে আদালতে একটি সিআর নং-৩৬৪/২০২৪ মামলা দায়ের করেন। এতে ক্ষিপ্ত হয়ে তাদের দুজনকে (বাবা ও মেয়েকে) মারধোর করেন এবং মামলা তুলে না নিলে বাদী পক্ষের লোকজনকে প্রান নাশের ও বাড়ীঘর পুড়িয়ে দেয়ার হুমকী দিয়ে আসছে ওই প্রভাবশালী আসামী পক্ষ। পরে এই ঘটনায় থানায় একটি সাধারন ডায়েরি ও একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী পরিবার।
মামলার বাদী মো. মোয়াজ্জেম হোসেন খাঁন ও তার মেয়ে হেনা পারভীন কান্না জরিত কন্ঠে বলেন, আমরা অসহায় তাই আমাদের ডিসিআর এর জমি দখল করার জন্য পায়তারা করে জাফর খান ও তার লোকজন। তবে আমরা তাদের বাধা প্রদান করলে তারা আমাদের মারধোর করেছে। তাই আমরা তাদের নামে আদালতে মামলা, থানায় জিডি ও অভিযোগ দায়ের করেছি। এতে ক্ষিপ্ত হয়ে পুনরায় মারধোর করেন এবং মামলা তুলে না নিলে আমাদের প্রান নাশের ও বাড়ীঘর পুড়িয়ে দেয়ার হুমকী দিয়ে আসছে ওই প্রভাবশালী আসামী পক্ষ। আমরা তাদের বিচার চাই।
অভিযুক্ত জাফর খানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, অসহায় পরিবারের পক্ষ থেকে থানায় জিডি ও অভিযোগ দায়ের করেছে। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments