Wednesday, July 2, 2025
HomeScrollingপলাশবাড়ীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতারক চক্রের একজন গ্রেফতার

পলাশবাড়ীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতারক চক্রের একজন গ্রেফতার

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা।।

গাইবান্ধার পলাশবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সময় ০১জন পরীক্ষার্থীকে আটক করেছে পলাশবাড়ী থানা পুলিশ।

৮ ডিসেম্বর শুক্রবার বিকেলে পুলিশ সুপার, গাইবান্ধা মোঃ কামাল হোসেন এর পক্ষে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে সকাল ১১টায় পলাশবাড়ী থানাধীন পলাশবাড়ী পৌরসভার অন্তর্গত পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের ২০২নং পরীক্ষা কেন্দ্রের কক্ষ থেকে তাকে আটক করা হয় ৷ পরীক্ষা দেওয়ার সময় পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে মোঃ আসাদুল ইসলাম (৩১) কে আটক করা হয় ৷ এ সময় গ্রেফতারকৃত আসামীর হেফাজত হইতে ০১টি ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত পরীক্ষার্থী জালিয়াতি চক্রের সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করে বিভিন্ন ধরনের তথ্য প্রদান করেছে। উক্ত ঘটনার সাথে জড়িত জালিয়াতি চক্রের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান ও গ্রেফতারের নিমিত্তে পুলিশ অভিযান অব্যাহত আছে। ধৃত আসামীর বিরুদ্ধে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments