Friday, July 4, 2025
Homeজাতীয়জনগণ যতদিন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে’ ততদিনই শেখ হাসিনা ক্ষমতায় থাকবে- শাজাহান...

জনগণ যতদিন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে’ ততদিনই শেখ হাসিনা ক্ষমতায় থাকবে- শাজাহান খান

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণলয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। জনগণ যতদিন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে ততদিনই শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। বিএনপি বলে ক্ষমতা ছেড়ে দিতে হবে, এটা যেন মামু বাড়ির আবদার’ তারা বলল আর শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিল। গতকাল বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য মার্জিয়া আক্তার খানের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র ৭৭ তম জম্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন,  নারীদের ক্ষমতায়ন করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভোটের আগে নারীদের সকল সুযোগ সুবিধা দিয়েছেন যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। শুধু কিন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে তা কিন্তু নয় নারীর এখন প্লেন চালায়, জাহাজ চালায়, এমনকি দেশও পরিচালনা করছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন শাহা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আ ফ ম ফুয়াদ, যুগ্ম-আহবায়ক ফরিদা হাসান পল্লবীসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments