মাদারীপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।
এসময় প্রধান অতিথি বলেন, আগে আমাদের খাদ্যের অভাব ছিল, এখন কিন্তু সেই অভাব বাংলাদেশে নেই। আমরা এখন সারা বিশ্বে উৎপাদনশীলতায় বিভিন্ন কিছুতে আমরা ১- ১০ মধ্যে আছি। এভাবে আমাদের উন্নয়ন অগ্রযাত্রা চলমান আছে।
মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরে আলম বাবু চৌধুরীসহ মাদারীপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা প্রমুখ।
LN24BD