মাদারীপুর প্রতিনিধি।।
নিরাপদ মাসে বলব দেশ পূর্ব স্মার্ট বাংলাদেশ,জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালী, উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের সামনে একটি র্যালী বের করা হয় এবং মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া মাদারীপুর জেলার ৫টি উপজেলায় পৃথকভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মাদারীপুর জেলায় জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক বলেন, আপনি ভাল কাজ করবেন? আপনি আর একজনের কাছ থেকে ভাল কিছু আসা করতে পারেন। যে যার স্থান থেকে দেশের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবে আমরা এগিয়ে যাবো।
মাদারীপুর জেলা মৎস কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান, মাদারীপুর সিভিল সার্জন মো. মুনীর আহমদ, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. ওলিউল্লাহসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ মৎস্যচাষীরা।
এসময় প্রতিটি উপজেলায় পৃথকভাবে মৎস্যচাষী, মৎস্য ব্যবসায়ীদের পুরস্কার ও সরকারি পুকুর ও শকুনি লেকে মাছের পোনা অবমুক্ত করা হয়।
- LN24BD