জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিঙ্গলহাটি গ্রামে পুকুরের পানিতে ডুবে শুকরিয়া ও আতিয়া নামের সাত বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাত বোন হয়। তাদের মধ্যে শুকরিয়া পিঙ্গলহাটি গ্রামের ব্যবসায়ী সাদ্দাম হোসেনের মেয়ে এবং আতিয়া একই গ্রামের ব্যবসায়ী এরশাদ হোসেনের মেয়ে।
মৃত দুই শিশুর নানা হাবিবুর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে শুকরিয়া ও আতিয়া। তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর অচেতন ও গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বুকে চাপ দিয়ে ও মাথায় নিয়ে ঘুরিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। এতে কাজ না হওয়ায় দুই শিশুকে বেলা দেড়টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মৃত দুই শিশুর মরদেহ বাড়িতে নিয়ে যায়। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সৌমিত্র কুমার বণিক স্বাধীন ভোরকে বলেন, শিশু আতিয়া ও শুকরিয়াকে মৃত অবস্থায় আনেন তাদের স্বজনরা। ইসিজি করার পর শিশু দুটিকে মৃত ঘোষণা করা হয়।