Tuesday, July 8, 2025
HomeScrollingমাদারীপুরে ম্যাক্স প্রাইমারী স্কুল শিক্ষা কার্যক্রম উদ্বোধন

মাদারীপুরে ম্যাক্স প্রাইমারী স্কুল শিক্ষা কার্যক্রম উদ্বোধন

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের ম্যাক্স প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম(২০২৩-২৫) উদ্বোধন করা হয়েছে। সোমবার অসহায় ও দরিদ্র শিশুদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষ‍্যে নেদারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা ল্যাম্প ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের এ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈনুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাইফুল ইসলাম ও কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব মোঃ আইয়ুব আলী তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য উপস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাপস কুমার সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র একাউন্টস কো-অর্ডিনেটর মোঃ ইখতিয়ার হোসেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, স্বাগত বক্তব্য, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

MHS / LN24BD

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments