বৃহত্তম সাংবাদিক সংগঠন মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির ২০২১-২০২২ইং সালের ১৩ সদস্য বিশিষ্ট একটি পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয় আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষনা করা হয়। এতে উপদেষ্টা মোঃ জাফরুল হাসান( দৈনিক জনকন্ঠ), দৈনিক যুগান্তর ও একাত্তর টেলিভিশনের কালকিনি উপজেলা প্রতিনিধি এইচ এম মিলনকে সভাপতি ও দৈনিক ঢাকা প্রতিদিনের মোঃ নাসিরউদ্দিন লিটন ফকিরকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়েছে। এছাড়া মোঃ হারুন অর রশিদ সিনিয়র সহসভাপতি (আনন্দ টিভি-ভোরের দর্পন), মাসুদ আহম্মেদ কাইউম যুগ্নসাধারন সম্পাদক( দৈনিক বাংলাদেশের আলো), আতিকুর রহমান আজাদ যুগ্নসাধারন সম্পাদক( দৈনিক প্রতিদিনের সংবাদ-দিনকাল), আবির হাসান পারভেজ সাংগঠনিক সম্পাদক( দৈনিক বাংলাদেশের খবর-বাংলাদেশ বুলেটিন), আশরাফুর রহমান হাকিম অর্থ সম্পাদক( দৈনিক সংবাদ), সৈয়দ শামীম প্রচার সম্পাদক( আলোকিত সময়), রমিজ হোসেন ক্রীড়া সম্পাদক( দৈনিক মাদারীপুর সংবাদ), মহিউদ্দিন বাবু দপ্তর সম্পাদক (দৈনিক আজকের প্রত্যাশা), সৈয়দ রাকিবুল ইসলাম কার্যকরী সদস্য( দৈনিক আমার বার্তা-দি নিউজ) ও মোঃ হেমায়েত হোসেন সদস্য (দৈনিক ভোরের সময়) নির্বাচিত হয়েছে। কমিটি গঠন শেষে দুপুরে মধ্যেভোজের আয়োজন করা হয়।
কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির জাফরুল উপদেষ্টা, মিলন সভাপতি ও নাসিরউদ্দিন সম্পাদক নির্বাচিত
RELATED ARTICLES
Continue to the categoryRecent Comments
Hello world!
on