ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির নাম ‘পায়ের ছাপ’। নির্মাণ করেছেন সাইফুল ইসলাম মান্নু। একজন নারীর সংগ্রাম ও সফলতার গল্প দেখানো হয়েছে এ ছবিতে। আর এই নারীর চরিত্রে অভিনয় করেছেন মেঘলা মুক্তা।
এ প্রসঙ্গ তিনি বলেন, “বাংলাদেশি সিনেমায় প্রধান চরিত্রে কাজ করলাম এবারই প্রথম! যার শুটিংও শেষ করলাম ৩০ মে। সিনেমাটিতে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। পরিচালক-সহকর্মীসহ সবার সহযোগিতা পেয়েছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।”
আরও বলেন, “আমার অভিনয় জীবনের একটা টার্নিং পয়েন্ট হবে এই সিনেমা। কারণ, এই প্রথমবার একেবারে ভিন্ন এক চরিত্রে অভিনয় করেছি।”
অবশ্য বেশ আগেই ‘পাঞ্চ’ নামের একটি ছবি শুরু করেছিলেন মেঘলা। তবে সে ছবি শেষ হতে আরও সময় লাগবে।
‘পায়ের ছাপ’ শুটিং শেষে এখন সম্পাদনার টেবিলে, যা ছাড়পত্রের মাধ্যমে শিগগিরই মুক্তির ব্যবস্থা করা হবে।
মেঘলা মুক্তা ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন মায়মুনা ইসলাম মেধা, প্রাণ রায়, দীপা খন্দকার, মোমেনা চৌধুরী, দীপান্বিতা মার্টিন, সাবেরী আলম, আল মামুন, শিল্পী সরকার অপু, করভী মিজান, সাহানা সুমি, ,নরেশ ভুঁইয়া, তুষার খানসহ অনেকে।