Thursday, July 3, 2025
HomeScrolling‘মার্ডার’ সিনেমায় খোলামেলা অভিনয়: এত দিন পরে মুখ খুললেন মল্লিকা

‘মার্ডার’ সিনেমায় খোলামেলা অভিনয়: এত দিন পরে মুখ খুললেন মল্লিকা

২০০৩ সালে ‘খোয়াইশ’ দিয়ে বলিউডে অভিষেক মল্লিকা শেরওয়াতের। শুরুতেই বেশ সমালোচনায় পড়তে হয়েছিল তাকে। বিশেষ করে ২০০৪ সালে ‘মার্ডার’-এ অভিনয়ের পর জনপ্রিয়তার পাশাপাশি বিতর্কের মুখেও পড়েন তিনি। মল্লিকা শেরওয়াতের শেষ সিনেমা ‘ডার্টি পলিটিকস’ মুক্তি পেয়েছিল ২০১৫ সালে। এরপরই ডুব দিয়েছেন তিনি।

এদিকে ‘মার্ডার’সিনেমার ঘনিষ্ঠ দৃশ্যে খোলামেলা অভিনয়ের কারণে সমালোচনা আজও পিছু ছাড়েনি মল্লিকার। এত দিন পরে এসেও অভিনেত্রী ভারতের গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমাকে নৈতিকতার দোহাই দিয়ে মানসিকভাবে খুন করা হয়েছিল তখন। চারপাশে নীতি পুলিশরা সোচ্চার হয়েছিল। অথচ এখন সেই ধরনের দৃশ্য বলিউডে খুবই স্বাভাবিক।’

সিনেমায় দেখা না গেলেও মাঝে ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন মল্লিকা। ২০১৮ সালে ‘দ্য স্টোরি’ দিয়ে অভিষেক হয় তার। এটি মুক্তি পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে।

এ ছাড়া ২০১৯ সালে মল্লিকা ‘বু সাবকে ফাটেগি’তে অভিনয় করেন। হরর কমেডি ধাঁচের ওয়েব সিরিজটির পরিচালক ফরহাদ সামঝি। এটি মুক্তি পেয়েছিল এলটি বালাজিতে।

RELATED ARTICLES
Continue to the category

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments